কলকাতা

এসএসসি ভবন থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের নির্দেশ দিল হাইকোর্ট, সিল করা থাকবে সার্ভার রুম

 কর্মীদের প্রবেশে আর কোনও বাধা নেই। স্কুল সার্ভিস কমিশনের সদর দফতর আচার্য সদনে অফিস কর্মীরা ঢুকতে পারবেন। শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, স্কুল সার্ভিস কমিশন দফতরের যে চারটি ঘর ইতিমধ্যেই সিবিআই সিল করে দিয়েছে সেই ঘরগুলিই কেবলমাত্র সিবিআইয়ের হেফাজতে থাকবে। ভবনের বাকি ঘরগুলি ব্যবহার করতে পারবেন কর্মচারীরা। এছাড়াও জানানো হয়েছে, বাইরে থেকে সরিয়ে নেওয়া হবে সিআরপিএফ। তবে, সিল করা সার্ভার রুমের বাইরে ২৪ ঘণ্টা আধা সামরিক বাহিনীর জওয়ানরা পাহারা দেবেন। হাইকোর্টে গ্রীষ্মের ছুটি পড়ায় এই মামলার পরবর্তী শুনানি ১০ জুন।