মালদা

ঝাড়খন্ড দেশম পার্টি পুরাতন মালদা ব্লক কমিটির উদ্যোগে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি

হক জাফর ইমাম, মালদা: ঝাড়খন্ড দেশম পার্টি পুরাতন মালদা ব্লক কমিটির উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।দেশম পার্টি পুরাতন মালদা ব্লক কমিটির উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পাঁচ দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন কর্মসূচি এবং বিক্ষোভ প্রদর্শন করে। ব্লক অফিসের সামনে এই ডেপুটেশন কে কেন্দ্র করে ব্লক চত্বরে বিশাল মালদা থানার পুলিশ মোতায়েন করা হয়। আজকের এই ঝাড়খণ্ড জিসম পার্টির ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন ঝাড়খন্ড দিশুম পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক মোহন হাসদা এছাড়া উপস্থিত ছিলেন ঝাড়খন্ড দিসম পার্টির ব্লক সভাপতি শ্রী সুনিরাম টুডু সহ প্রায় তিন চারশো ঝাড়খন্ড পার্টির কর্মীরা। ডেপুটেশন কারীদের বিক্ষোভ প্রদর্শন দেখে পুরাতন মালদার ভিডিও মোহাম্মদ ইরফান হাবিব নিচে নেমে এসে ডেপুটেশন কারিদের সঙ্গে কথা বলেন এবং তাদের ডেপুটেশনের স্মারকলিপি গ্রহণ করেন। আজকের এই ডেপুটেশনে তাদের মূল দাবি ছিল যে, রাজনৈতিক লাভ নেওয়ার জন্য টিএমসি , বিজেপি ইত্যাদি দ্বারা জনগোষ্ঠীদের এস টি সি তে শামিল করার ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে ,উত্তরপ্রদেশের সন ভদ্র গ্রামে যে ১০ জন আদিবাসী কে হত্যা করা হয়েছে সেসব হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা এবং আহতদের জন্য পাঁচ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করতে হবে এবং আদিবাসীরা হিন্দু নয় আদিবাসীরা প্রকৃতির পুজক তাই আদিবাসীদের সারনা ধর্ম কে মানতা দিতে হবে ,এইসব বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজকে তারা ব্লক দপ্তরের সোচ্চার হয় এবং তাদের ডেপুটেশন স্মারকলিপি প্রদান করেন এবং বিডিও জানান তাদের রয়েছে যে সব দাবিসমূহ রয়েছে তা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিবেন এবং তা খতিয়ে দেখা হবে।