আগামী ৩১ মে ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে ৷ কাজ শেষ হয়ে গেলেও ইস্ট-ওয়েস্ট মেট্রোর আওতায় থাকা এই অংশটি দীর্ঘদিন ধরে রেলবোর্ডের ছাড়পত্র না আসায় চালু করা যাচ্ছিল না ৷ আজ কলকাতা মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, সব সমস্যা মিটে গিয়েছে ৷ আগামী ১ জুন থেকে যাত্রী পরিষেবা শুরু হবে ৷ তবে, ছাড়পত্র সংক্রান্ত নথি এখনও কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের হাতে আসেনি ৷ তা খুব দ্রুত হাতে পেয়ে যাবেন মেট্রো আধিকারিকরা ৷ মেট্রো রেল সূত্রে খবর, ৩১ মে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে পারেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই মেট্রো পরিষেবার উদ্ধোধন করতে পারেন বলেই জানা যাচ্ছে ৷ শিয়ালদা মেট্রো চালু হলে, তা ভারতের সবচেয়ে ব্যস্ততম মেট্রো স্টেশনের মধ্যে অন্যতম হবে বলেই মনে করছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে এই মুহূর্তে সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত পরিষেবা চালু আছে ৷ ফুলবাগান থেকে এ বার শিয়ালদা পর্যন্ত সেই পরিষেবা বাড়ানো হচ্ছে ৷ এর আগে গত এপ্রিল মাসে শিয়ালদা মেট্রো পরিষেবা শুরু করতে রেল বোর্ডের ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছিল ৷ সে বার কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে ছাড়পত্র দেয়নি রেল বোর্ড ৷ সেই সমস্যা মিটিয়ে ফের রেল বোর্ডের কাছে আবেদন জানানো হয় ৷ সেই আবদনই মঞ্জুর হয়েছে বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে ৷