কলকাতা

পঞ্চম অর্থ কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

আদালত যখন সরকারি কর্মচারীদের ডিএ তথা মহার্ঘভাতা আগামী তিন মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, তখন রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চম অর্থ কমিশন গঠন করা হল । বিশিষ্ট অর্থনীতিবিদ তথা আইএসআই-এর প্রাক্তন অধ্যাপক ডা. অভিরূপ সরকারকে এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে । অর্থ দফতরের প্রধান সচিব মনোজ পন্থের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে তিনি ছাড়াও আছেন, প্রাক্তন আইএএস আধিকারিক বর্ণালী বিশ্বাস, অবসরপপ্রাপ্ত আইএএস আধিকারিক স্বপনকুমার পাল, প্রাক্তন ডব্লিউবিসিএস আধিকারিক আশিসকুমার চক্রবর্তী ও রুমা মুখোপাধ্যায় । এই চারজনের মধ্যে স্বপনকুমার পাল কমিশনের সচিব হিসেবেও কাজ করবেন । কমিশনের কার্যকালের মেয়াদ থাকছে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত । এই অর্থ কমিশনের দায়িত্ব থাকছে রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পৌরসভাগুলির মধ্যে করসংক্রান্ত বিষয়গুলির পুনর্মূল্যায়ণ করা । আগামী 6 মাসের মধ্যে সেই সম্পর্কিত রিপোর্ট রাজ্য সরকারের কাছে পেশ করবে কমিশন ।