কলকাতা

চলতি বছর থেকেই হিন্দমোটরে শুরু হতে চলেছে উৎপাদন

চলতি বছর থেকেই হিন্দমোটরে থাকা হিন্দুস্তান মোটরসের কারখানায় শুরু হতে চলেছে উৎপাদন। আশির দশকে বছরে ২৪,০০০ অ্যাম্বাস্যাডর তৈরি ও বিক্রি হত এই হিন্দুস্তান মোটরসের কারখানা থেকে। কিন্তু বামেদের জঙ্গি শ্রমিক আন্দোলন, বাজারে অ্যাম্বাস্যাডর গাড়ির চাহিদা কমে যাওয়ায় হিন্দমোটরের কারখানার অপমৃত্যু ডেকে এনেছিল। সেই সঙ্গে আঁধার নেমেছিল কারখানার শ্রমিক, কর্মচারী থেকে আধিকারিকদের জীবনেও। ২০১৩ সালে এই কারখানায় প্রায় আড়াই হাজার কর্মী ছিলেন। পরের বছর স্বেচ্ছাবসন নেন ২ হাজার কর্মী। সেই বছরই কারখানা বন্ধ হইয়ে যায়। ২০১৭ সাল নাগাদ হিন্দুস্তান মোটরস বা এইচএম বিক্রি হয়ে যায়। কিনে নেয় পিএসএ গোষ্ঠী। এবার তাঁরাই এইচএম ব্র্যান্ডেই বাজারে নতুন বৈদ্যুতিক চার চাকার গাড়ি আর স্কুটি আনতে চলেছে। আর সেই সব স্কুটি আর গাড়ি তৈরি হবে হিন্দমোটরের কারখানায়। প্রাথমিক ভাবে, হিন্দুস্তান মোটরসের প্রায় ৩০০ একর জমিতে দাঁড়িয়ে থাকা পুরাতন কারখানার পরিকাঠামোকে ব্যবহার করেই এই কাজ শুরু হবে। প্রাথমিক লগ্নি হচ্ছে প্রায় ৪০০কোটি টাকা। কারখানায় এখন ৩০০ কর্মী রয়েছেন যারা সাবেক হিন্দুস্তান মোটরসের আমল থেকেই রয়েছেন ও নিয়মিত বেতন পান। আরও প্রায় ৭০০কর্মী নেওয়া হবে এই কারখানায়। এদের একটা বড় অংশই টেকনিক্যাল স্তরে কাজ করবে। চলতি বছর থেকেই শুরু হয়ে যাবে বৈদ্যুতিন স্কুটি তৈরির কাজ।