এদিন রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আর রাজ্যপাল থাকবেন না ৷ এবার আচার্য হবেন মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণার করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এদিন অবশ্য শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্ত কার্যকর করতে হলে প্রয়োজন আইনের সংশোধন । শীঘ্রই রাজ্য বিধানসভায় এ প্রসঙ্গে বিল আনা হবে । কয়েকদিন আগেই এই বিষয় নিয়ে একটা ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী । এ প্রসঙ্গে সে সময় শিক্ষামন্ত্রী বলেছেন, ‘‘রাজ্যপাল টুইটার, ফেসবুক নিয়েই মেতে আছেন । এরকম একজন আচার্য থাকলে সে রাজ্যের শিক্ষার অবস্থা ভয়াবহ হওয়ারই কথা । আমাদের ভাগ্য ভালো তা সত্ত্বেও শিক্ষার কাজ আমরা দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে পারছি । রাজ্যপাল শিক্ষা দফতরের সঙ্গে কোনও সহযোগিতা করেন না । সারাক্ষণ বেআইনি কাজ করেন । শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল দিনের পর দিন আটকে রাখার অভিযোগও রাজ্যপালের বিরুদ্ধে তুলেছিলেন শিক্ষামন্ত্রী ।’’