‘দু-একটা ভুল হলেই সমালোচনা করা হয় পুলিশকর্মীদের। ভুলে গেলে চলবে না, বিপদের সময় পুলিশই কিন্তু পাশে দাঁড়ায়। নিচুতলার কর্মীরা না থাকলে সাফল্য আসত না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন ওসি, এসআই, কনস্টেবলরা। নিচুতলার পুলিশকর্মীরা রাজ্যের সম্পদ। আমাদের রাজ্যের পুলিশের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে।’ বৃহস্পতিবার কলকাতা পুলিশের সম্বর্ধনা অনুষ্ঠানে পুলিশকর্মীদের হয়ে এভাবেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আবেদন জানান, ‘মহিলারাও পুলিশে বেশি করে যোগদান করুন। উইনার্স বাহিনীর জন্য মহিলাদের নিয়োগ করা হচ্ছে। ৩ মাসের ট্রেনিংয়ে কাজ করবে। পুলিশে মহিলারা বড় ভূমিকা নিক। সামনে মহিলারা থাকবে, পিছনে পুরুষরা থাকবে।’ এদিন মুখ্যমন্ত্রীকে পুলিশের অনুষ্ঠানে দুটি বিষয়ে সরব হতে দেখা যায়। একদিকে তিনি যেমন পুলিশের পাশে দাঁড়িয়েছেন, বিশেষ করে নিচুতলার পুলিশকর্মীদের পাশে, ঠিক
তেমনি কিছুটা কঠোর হয়েছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে। নিচুতলার পুলিশকর্মীদের নিয়ে বলেছেন, ‘পুলিশের নিচুতলার কর্মীরাই রাজ্যের সম্পদ। পুলিশের একটা-দুটো ভুল হলেই সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়েন। এমনটা উচিত নয়। বাংলার পুলিশ খুবই ভালো কাজ করে।’ এর পরেই তিনি উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিশানা বানান। তিনি এও বলেন, ‘আমি সিগন্যালে গাড়ি থামাই। কেউ চলে যেতে চাইলে বাধা দিই। কিন্তু দেখতে পাই, পুলিশের অনেক কর্তা কনভয় নিয়ে চলে যান। এই প্রচলিত ব্যবস্থা বদলাতে হবে। আমজনতার রাস্তা রুখে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের কনভয় চলে যাওয়া মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। প্রতিটি মানুষের সময়ের দাম আছে। পুলিশ বলে সিগন্যাল না মেনে চলে যাবেন, আর সাধারণ মানুষ আটকে থাকবে, এটা হতে পারে না। এমন ঘটনা মানুষের বিরূপ প্রভাব তৈরি করে।’