আজ দুপুর ৩টে থেকে টানা ৭২ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন ৷ বাতিল হচ্ছে বহু ট্রেন, যাত্রীদের প্রতি আগাম ‘দুঃখপ্রকাশ’ রেলের । ব্যান্ডেল জংশন স্টেশনে শুক্রবার নন-ইন্টারলকিং কাজের জন্য শুক্রবার বেলা ৩টে থেকে সোমবার বেলা ৩টে পর্যন্ত কোনও ট্রেন চলাচল হবে না ব্যান্ডেল স্টেশনে । টানা ৭২ ঘণ্টা বন্ধ থাকার ফলে যে সমস্যা তৈরি হবে, তার জন্য আগেই দুঃখপ্রকাশ করেছে পূর্ব রেল । শুক্রবার এই কাজের জন্য বাতিল করা হচ্ছে বহু লোকাল ট্রেন । পাশাপাশি বাতিল হয়েছে প্রায় ৪০ জোড়া দূরপাল্লার ট্রেন । হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে তৃতীয় লাইন তৈরির কাজ চলছে প্রায় দু’সপ্তাহ ধরে । সেই কাজেরই অন্তিম পর্বে ব্যান্ডেল জংশন বন্ধ রেখে নন-ইন্টারলকিং কাজ শুরু হবে আজ থেকে । পূর্ব রেল সূত্রে জনা গিয়েছে, ওই স্টেশন বন্ধ থাকায় যে সমস্ত লাইন ব্যান্ডেল জংশনে এসে মিশেছে, ওই সময়ে সেই সমস্ত রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে । পুরো কাজের জন্য বিপুল সংখ্যক ট্রেন বাতিল করতে হয়েছে । ট্রেন বন্ধ থাকার এই সময়ের মধ্যে কাছাকাছি বিভিন্ন শাখায় জরুরি রক্ষণাবেক্ষণের কাজ সেরে নিচ্ছে রেল কর্তৃপক্ষ ।