বিনোদন

অবশেষে ড্রাগ মামলায় শাহরুখ পুত্র আরিয়ানকে ক্লিনচিট এনসিবি-র

 ক্রুজ ড্রাগস মামলায় বড় স্বস্তির খবর শাহরুখ অনুরাগীদের জন্য ৷ কারণ এবার এনসিবির রিপোর্টে ক্লিনচিট পেয়ে গেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান ৷ এই মামলায় সম্প্রতি এনসিবি যে অভিযোগপত্র দায়ের করেছে তাতে আরিয়ানের নাম পাওয়া যায়নি ৷ শুধু তাই নয়, আরিয়ান ছাড়া আর যে পাঁচজনকে গ্রেফতার করা হয় তাঁদেরও নাম এই অভিযোগ পত্রে নেই ৷ এনসিবি সূত্রের খবর আরিয়ানের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি আর সেই কারণেই চার্জশিটে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়নি ৷ এনসিবি-র পক্ষ থেকে ডিডিজি সঞ্জয় কুমার সিং সম্প্রতি একটি বিবৃতিতে জানিয়েছেন, আরিয়ান খানের কাছে কোনও মাদক দ্রব্য পাওয়া যায়নি ৷ তাই প্রমাণের অভাবে মোট ৬ জনের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ বাকি ১৪ জনের বিরুদ্ধে এনডিপিএস আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ গত বছর ২ অক্টোবর এনএসবি অফিসার সমীর ওয়াংখেড়ে মুম্বুই থেকে গোয়াগামী একটি ক্রুজে অভিযান চালান ৷ তাঁর সন্দেহ ছিল এই ক্রুজ পার্টিতে নিষিদ্ধ মাদক সেবন চলেছে ৷ সেই সন্দেহের বশেই মাদক মামলায় জড়িত থাকার অপরাধে আরিয়ান খান-সহ আরও ন’জনকে গ্রেফতার করেন তিনি ৷ যার জেরে ২৬ দিন জেলেও কাটাতে হয় শাহরুখ পুত্রকে ৷ পরে এই মামলায় আদালতের কাছে আর্জি জানিয়ে জামিন পান আরিয়ান ৷ ২৮ অক্টোবর আদালত তাঁকে জামিন দেওয়া হয় আদালতের পক্ষ থেকে ৷ এবার অবশেষে স্বস্তি ৷ ক্লিনচিট পেয়ে গেলেন আরিয়ান ৷