কলকাতা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ কলকাতা হাইকোর্টে

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ কলকাতা হাইকোর্টে৷ আদালত অবমাননার অভিযোগ করে পৃথকভাবে মামলা করেছিলেন বিজেপির আইনজীবী সুস্মিতা সাহা দত্ত এবং কংগ্রেসের আইনজীবী কৌস্তুভ বাগচী। তাঁদের আবেদন ছিল, আদালত স্বতঃপ্রণোদিতহয়ে মামলা গ্রহণ করুক। সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলে, রোজই কেউ না কেউ বিচার ব্যবস্থা নিয়ে নানা মন্তব্য করেন। এসব উপেক্ষা করাই ভাল। শুনানি শেষে মামলা খারিজ করে দেয় আদালত। শনিবার হলদিয়ায় আইএনটিটিউসির সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থা সম্পর্কে কিছু মন্তব্য করেন। তিনি বলেন, আমার বলতে লজ্জা হচ্ছে, বিচারব্যবস্থায় একজন দুজন আছেন, যাঁরা বিজেপির তল্পিবাহক হয়ে কাজ করছেন। যাঁরা কথায় কথায় সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন। একথা বলায় আপনারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু আমি ক্যামেরার সামনে দু’হাজার বার নয়, দশ হাজার বার বলব। আমি সত্য বলতে ভয় পাই না। এরপরই বিরোধী রাজনৈতিক দলগুলি অভিষেকের এই মন্তব্যের সমালোচনায় নেমে পড়ে। সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, অভিষেকের বক্তব্য আদালত অবমাননার শামিল। অভিষেকের বক্তব্যের প্রতিবাদ জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তীও।