কলকাতা

এসএসসি দফতরে সিবিআই তল্লাশি, উদ্ধার ১০টি হার্ড ডিস্ক ও নথি

 স্কুল সার্ভিস কমিশনের দফতর আচার্য সদন থেকে শনি ও রবিবার বেশ কিছু হার্ড ডিস্ক উদ্ধার করল সিবিআই। সূত্রে খবর, মোট ১০ টি হার্ড ডিস্ক এবং ৬টি আলমারি থেকে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু ফাইলও তাঁরা উদ্ধার করেছে। তদন্তের স্বার্থেই সিবিআই অফিসাররা সার্ভার রুম থেকে এগুলি সংগ্রহ করেন। তদন্তকারী অফিসাররা এইসব হার্ড ডিস্ক এবং নথি খতিয়ে দেখবেন। প্রয়োজন হলে সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য হায়দরাবাদে পাঠানো হতে পারে। সার্ভার হ্যাকের আশঙ্কায় গত সোমবার, ২৩ মে স্কুল সার্ভিস কমিশনের সদর দফতর আচার্য সদনে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেয় সিবিআই। বাইরে থেকে কোনও ভাবেই যাতে এই রুমের ডেটা অ্যাক্সেস না করা যায় তাই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সোমবার সিবিআই দুটি ফাইলও উদ্ধার করে। যেখানে ২০০ জনের নাম ছিল। তবে, তাঁরা কারা সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সিবিআই। এর আগেই  হাইকোর্টের নির্দেশে এই ভবনের ডেটা রুম  সিল করে সিবিআই। ওই রুমের বাইরে এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।