কলকাতা

কে কে-র মৃত্যুতে ইডি তদন্তের দাবি শুভেন্দুর, তৃণমূল বলল ‘শকুনের ‌রাজনীতি’

সঙ্গীত শিল্পী কে কে-র আচমকা প্রয়াণে কাঠগড়ায় তোলা হচ্ছে কলকাতার নজরুল মঞ্চের অনুষ্ঠানকে ৷ এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বাংলার শাসক শিবিরকে নিশানা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ বৃহস্পতিবার টুইটারে এই ঘটনা নিয়ে সরাসরি সমালোচনায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তিনি এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন ৷ ইডি-র তদন্তেরও দাবি তুলেছেন টুইট করে ৷  বৃহস্পতিবার তিনটি টুইট করেন শুভেন্দু ৷ একটিতে কে কে-র অনুষ্ঠান চলাকালীন রেকর্ড করা ভিডিয়ো পোস্ট করেন ৷ সঙ্গে লেখেন, ‘‘ড. কুণাল সরকারকে ধন্যবাদ সর্বপ্রথম চোখে আঙুল দিয়ে বিষয়টি উপলব্ধি করানোর জন্য। এই হৃদয়বিদারক মৃত্যুর দায় কার? ১) প্রশাসনের – অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েও নিরাপত্তা নিয়ে উদাসীনতা ? বিশৃঙ্খলা এড়াতে কোনও ব্যবস্থা গ্রহণ না করায় হাজার হাজার দর্শক প্রবেশপত্র ছাড়া প্রবেশ করে ?’’ অভিযোগ উড়িয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এসবকে ‘‌শকুনের রাজনীতি’‌ বলে দাগিয়ে দিলেন। তাঁর কটাক্ষ, ‘‌ওঁর মৃত্যু দুঃখজনক। আমরা খুবই দুঃখিত। কিন্তু বিজেপি যা করছে, তা আশাতীত। গেরুয়া শিবিরের এই শকুনের রাজনীতি বন্ধ করা উচিত। মৃত্যু নিয়ে রাজনীতি বন্ধ করা উচিত। অবাক হব না, যদি ওরা এখন বলে কে কে ওদের দলের নেতা।’‌