কলকাতা

কল্যাণী এইমসে নিয়োগে দুর্নীতির জেরে ‘কাঠগড়ায়’ বিজেপির সাংসদ-বিধায়ক, মামলার তদন্তভার হাতে নিল সিআইডি

কল্যাণী এইমসে চাকরিতে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ। অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী ড. সুভাষ সরকার, সাংসদ জগন্নাথ সরকার ও ২ বিজেপি বিধায়ক সহ ৮ জনের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন এক চাকরিপ্রার্থী। সেই ঘটনায় তদন্তভার হাতে নিল সিআইডি। ৪২০, ১২০বি ধারায় দায়ের হয়েছে অভিযোগ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, হরিণঘাটার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, কল্যাণী এইমস-এর ডিরেক্টর রামজি সিংয়ের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। অভিযোগের তির বিজেপির দুই সাংসদ ও দুই বিধায়কের দিকে। সেই মামলারই তদন্তভার হাতে নিল সিআইডি। বলাই বাহুল্য যে দলের চার জনপ্রতিনিধির নাম জড়ানোয় অস্বস্তিতে বিজেপি। যদিও, এই বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার বলেন, “চাকরি হয়েছে। খুব ভালো কাজ হয়েছে। আমি পয়সা নিয়ে চাকরি দেয়নি। ভবিষ্যতে আরও দেব। বাংলায় ক্ষমতায় এলে সমস্ত বেকারদের চাকরি দেব প্রভাব খাটিয়ে।”