আইআরসিটিসি-র ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার ব্যবস্থায় পরিবর্তন আনল ভারতীয় রেল মন্ত্রক। এক বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়েছে, আধার লিঙ্কড নয়, এমন ইউজার আইডি থেকে এতদিন মাসে সর্বোচ্চ ৬ টি টিকিট কাটা যেত। এবার থেকে সেটা বাড়িয়ে ১২ টি করা হল। অন্যদিকে, আধার লিঙ্কড রয়েছে, এমন ইউজার আইডির ক্ষেত্রে এই সংখ্যাটা ১২ থেকে বাড়িয়ে করা হয়েছে ২৪। সেক্ষেত্রে যাঁদের নামে টিকিট বুক করা হচ্ছে, তাঁদের অন্তত একজনের আধার ভেরিফিকেশন করার মতো জায়গায় থাকতে হবে। যাত্রীদের এই সুবিধা দেওয়ার ফলে আরও বেশি সংখ্যক মানুষ অনলাইনে টিকিট কাটবেন বলে মনে করছেন রেলের আধিকারিকেরা। যদিও কবে থেকে এই সুবিধা মিলবে, রেলের মন্ত্রকের তরফে তা এখনও জানানো হয়নি।