বকটুই কাণ্ডে ও তৃণমুলের উপপ্রধান ভাদু শেখ খুনের মামলায় তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলায় দ্বিতীয় রিপোর্ট পেশ করে সিবিআই। এদিন আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, আগামী ২ সপ্তাহের মধ্যে এই মামলায় চার্জশিট পেশ করা হবে। মঙ্গলবার সিবিআই-য়ের তরফে আদালতে জমা দেওয়া রিপোর্টে বলা হয়েছে, ঘটনার দিন ঘটনাস্থলের আশপাশে থাকা মোবাইলগুলির টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হয়েছে। মোবাইলগুলির মালিকের নামও সংগ্রহ করা হয়েছে। আপাতত ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে সিবিআই। পাশাপাশি আগামী ২ সপ্তাহের মধ্যে চার্জশিট পেশ করার কথা কলকাতা হাইকোর্টে জানিয়েছে সিবিআই। উল্লেখ্য গত ২১ মার্চ তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর রাতে পরপর ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেই ঘটনায় ১০ জনের পুড়ে মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশ মহিলা ও শিশু৷ ঘটনার রাত রাত থেকেই আতঙ্কে ঘরছাড়া ছিলেন মৃতদের পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকটুই এসে মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। তারপর ঘরছাড়াদের গ্রামে ফিরে আসার আহ্বান করেছিলেন মুখ্যমন্ত্রী। বগটুইয়ের এই ঘটনায় প্রথমে সিট গঠন করে তদন্ত শুরু করে রাজ্য সরকার। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নেয় সিবিআই। সিবিআই তদন্তে নেমে বকটুই গ্রামের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করা ছাড়াও বিভিন্ন বাড়িতে তল্লাশি চালায়। অভিযুক্তদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায়। দমকল আধিকারিক ও নীচু তলার পুলিশ কর্মীদের সঙ্গেও কথা বলেন সিবিআই গোয়েন্দারা।