বিনোদন

মিও আমোরের পরে এবার ‘ভূতের রাজা দিল বর’ রেস্তোরাঁ থেকেও বাদ পরল রূপঙ্করের জিঙ্গেল

নামী কেক প্রস্তুতকারক সংস্থার পরে এবার রূপঙ্কর বাগচী নিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন কলকাতার নামি রেস্তোরাঁ। যাদবপুরের রেস্তোরাঁর বাইরে নোটিশ করে লেখা রয়েছে, ‘জনস্বার্থ এবং মানুষের বিক্ষোভের কথা মাথায় রেখে রূপঙ্কর বাগচির গান না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হল। আমরা ক্ষমাপ্রার্থী।’ সম্প্রতি জনপ্রিয় সংগীত শিল্পী কেকে’র মৃত্যুর পর নেটিজেনদের কাছে ক্ষোভের বিষয় হয়েছেন রূপঙ্কর। সম্প্রতি রূপঙ্করের এমন বক্তব্যে একটি দামি কেক সংস্থা রূপঙ্করের এই গান না বাজানোর সিদ্ধান্তের কথা জানায়। কলকাতার নামী রেস্টুরেন্টের মধ্যে উক্ত রেস্টুরেন্টের নাম বাঙালি খাবারের দিকে সবার আগে আসে। কিন্তু তাঁরাও নোটিশ করে জানান যে এরপর রেস্তোরাঁর অন্দরে রূপঙ্করের গান বাজানো হবে না। সংগীতশিল্পী কেকে’র উপর করা মন্তব্যে ক্ষমা চেয়ে পরে সাংবাদিক বৈঠক করেন রূপঙ্কর। লিখিত বিবৃতি পাঠ করে ক্ষমা চান কেকে’র পরিবার ও গুনমুগ্ধ ভক্তদের কাছে। কিন্তু এরপরেও বিতর্ক থামেনি। দামি কেক কোম্পানির ‘জিঙ্গেল’ গেয়েছিলেন রূপঙ্কর। কিন্তু এই বিতর্কের ঝড় সামনে আসার পরে, সংস্থার তরফে নেট মাধ্যমে জানানো হয় যে জিঙ্গেলটি নিয়ে ঐ কেক প্রস্তুতকারী সংস্থা যথাসময়ে সিদ্ধান্ত নেবে। কেকে- কে নিয়ে করা মন্তব্যে বিক্ষুব্ধ জনতা ঐ কেক প্রস্তুতকারী সংস্থাকে বয়কটের দাবি তোলেন। এরপর সংস্থা জানায়, ‘গায়ক রূপঙ্কর বাগচির মন্তব্যে আমরা দুঃখিত। রূপঙ্কর বাগচি যা বলেছেন, তার সঙ্গে আমরা সহমত পোষণ করি না। ক্রেতাদের অনুভূতিকে মাথায় রেখে ব্র্যান্ড জিঙ্গল নিয়ে আমরা যথাসময়ে সিদ্ধান্ত নেব।’ পরবর্তীতে এই জিঙ্গেলের বিষয়ে ঐ কেক কোম্পানি কোনো মতামত না দিলেও কলকাতার এই দামি রেস্তোরাঁ জানিয়েই দিলো যে তাঁরা কোনোভাবেই রূপঙ্করের গান আর বাজাবে না।