স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আমলে কী করে বাড়ছে গরু পাচার এর ঘটনা, এই নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে । মঙ্গলবার এই মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার । এদিন আদালতে মামলাকারীর আবেদন, অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ গ্রহন করুক হাইকোর্ট । প্রয়োজনে সীমান্ত সিল করা হোক । অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ায় তাঁকেও এই মামলায় যুক্ত করা হয়েছে ৷ এপ্রসঙ্গে আইনজীবী রমাপ্রসাদ সরকার বলেন,”বিএসএফ, সিআিএসএফ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নিন্ত্রয়ণে কাজ করে । কিছুদিন আগেই উনি বিএসএফের এলাকা আরও 15 কিলোমিটার বাড়ানোর সিদ্ধান্ত গ্রহন করেছেন । এই পরিস্থিতিতে কি করে এনামুল হকের মতো লোকজন বিএসএফকে ফাঁকি দিয়ে গরু পাচার চক্রে সক্রিয় হচ্ছে? বিএসএফের ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কী ভাবনা সেটা আদালতে জানাতে আর্জি জানিয়েছি ।”