কলকাতা

‘অনলাইনে না হলে পিছতে হবে পরীক্ষা’, বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

এবার পরীক্ষা পিছনোর দাবিতে সরব হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অফলাইন পরীক্ষা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সামনে আসার পর সোমবার থেকে আবারও বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা । মঙ্গলবারও তাঁরা তাঁদের দাবিতে অনড় ছিলেন । কলেজ স্ট্রিটের বিভিন্ন জায়গায় এই দাবিতে বিক্ষিপ্ত ভাবে জমায়েত করেন আন্দোলনরত পড়ুয়ারা । আন্দোলনকারী পড়ুয়ারা জানিয়েছেন, তাঁরা অফলাইনে পরীক্ষা দিতে এখনও প্রস্তুত নন । কারণ অফলাইনে পরীক্ষা দিতে হলে প্রস্তুতির জন্য যতটা সময়ের প্রয়োজন তা তাঁদের হাতে নেই । তাই পরীক্ষা অনলাইনেই হোক, নয়তো পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক।