দেশ

ফের ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বা‌ড়ালো আরবিআই

ফের রেপো রেট বা‌ড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৫০ বেসিস পয়েন্ট বা‌ড়ল রেপো রেট। এর ফলে রেপো রেট ৪.৪০ থেকে বেড়ে দাঁড়ালো ৪.৯০ শতাংশ। যার ফলে বাড়ি, গাড়ি ইএমআই বাড়তে পারে বলে মত অর্থনীতিবিদদের। এই নিয়ে পরপর দুমাস রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্কে। রেপোরেট বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা হতেই বুধবার দালাল স্ট্রিট সাক্ষী রইল রক্তক্ষরণের। তাসের ঘরের মতো পড়তে শুরু করে শেয়ারসূচক। বম্বে স্টক এক্সচেঞ্জের তিরিশটির বেশি শেয়ারের দাম এক লপ্তে অনেকটাই কমে যায়। সূচক ৬০ পয়েন্ট (০.১১ শতাংশ) কমে দাঁড়ায় ৫৫, ০৪৭ পয়েন্টে। সূচক পড়ে নিফটিরও। নিফটির সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬, ৩৯৭ পয়েন্টে।

প্রসঙ্গত, রেপোরেট কী সেটাও একবার বলে দেওয়া দরকার।রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয় তাকে রেপো রেট বলা হয়। সেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে সেই ঋণ মেটাতে গেলে ব্যাঙ্কগুলিকেও ঋনের ওপর সুদের হার বৃদ্ধি করতে হয়। সাধারণ মানুষ ব্যাঙ্কের থেকে নানা  ক্ষেত্রে ঋণ নিয়ে থাকেন। সেই ঋণের ওপর ব্যাঙ্ক সুদের হার বৃদ্ধি করে।  রেপো বাড়ায় বাড়ি-গাড়ির জন্য নেওয়া ব্যাঙ্কঋণের সুদের হারও বাড়তে পারে বলে আশঙ্কা। সেক্ষেত্রে সাধারণ মানুষের উপর ঋণের ইএমআইয়ের বোঝাও বাড়তে পারে বলে অনুমান।