রাজ্যসভার ভোটে মহারাষ্ট্রে বিজেপির কাছে ধাক্কা খেল সেরাজ্যে ক্ষমতাসীন শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট ৷ ভোটে বিজেপি’র জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন পীযূষ গোয়েল, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনীল বন্দে ও ধনঞ্জয় মহাদিক ৷ মহারাষ্ট্রের ৬টি রাজ্যসভা সিটের জন্য শুক্রবার ভোটগ্রহণ হয় ৷ বাকি ৩টি সিটে জিতেছেন শিবসেনার সঞ্জয় রাউত, এনসিপি’র প্রফুল্ল প্যাটেল ও কংগ্রেসের ইমরান প্রতাপগ্রাহী ৷ ষষ্ঠ আসনের জন্য জোরদার লড়াই হয় বিজেপির ধনঞ্জয় মহাদিকের সঙ্গে শিবসেনার সঞ্জয় পাওয়ারের ৷ তবে শেষ হাসি হাসেন বিজেপি প্রার্থীই ৷ যদিও এই ভোটে পরস্পরের বিরুদ্ধে ক্রস ভোটিং, নিয়ম না মানার অভিযোগ এনেছে বিজেপি ও বিরোধী জোট ৷ মহারাষ্ট্রের পাশাপাশি হরিয়ানাতেও ভোট গণনায় প্রায় ৮ ঘণ্টা দেরি হয় ৷ হরিয়ানার দু’টি আসনের মধ্যে একটি আসনে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী কার্তিকেয় শর্মা ৷ তিনি হারিয়েছেন কংগ্রেসের অজয় মাকেনকে ৷ অন্য আসনে জিতেছে বিজেপি ৷ শুক্রবার রাজ্যসভার মোট ১৬টি আসনের জন্য ভোটগ্রহণ হয় ৷ যার সম্পূর্ণ ফল প্রকাশ পেয়েছে শনিবার ৷ কর্নাটকের চারটি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৩ আসনে ৷ জিতেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, অভিনেতা জগেশ এবং এমএলসি লেহর সিং সিরোয়া ৷ অন্য একটি আসনে জিতেছেন কংগ্রেসের জয়রাম রমেশ ৷ সীতারমন ও জয়রাম রমেশ রাজ্যসভায় ফের নির্বাচিত হলেন ৷ অন্যদিকে রাজস্থানের চারটি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ৩টি আসনে ৷ বিজেপি ১টি আসন পেয়েছে ৷