জেলা

হাওড়া, মুর্শিদাবাদের পর এবার নদিয়ায় চলল তাণ্ডব, বেথুয়াডহরি স্টেশনে ঢুকে ট্রেন ভাঙচুর

বিজেপি মুখপাত্র নূপুর শর্মা (সদ্য বহিষ্কৃত) মন্তব্যের জেরে হিংসা ছড়াল নদিয়ায়। হাওড়া, মুর্শিদাবাদের পর এবার নদিয়ায় চলল তাণ্ডব। বিক্ষোভ মিছিলের পর চলে তাণ্ডব। আক্রমণ করা হয়েছে বেথুয়াডহরি স্টেশনে। চলেছে ব্যাপক ভাঙচুর। হল ইট বৃষ্টি। বন্ধ ট্রেন চলাচল।  বিজেপি নেত্রীর মন্তব্যের বিরোধিতা করে নদিয়ায় বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই বিক্ষোভ মিছিলের পর বেথুয়াডহরি স্টেশনে চালানো হয় হামলা। চলে ব্যাপক ভাঙচুর। ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। একই সঙ্গে দেখা যায় আতঙ্ক। যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা গিয়েছে। আকস্মিক আক্রমণের জেরে বন্ধ ট্রেন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে আরপিএফ,

জিআরপি, রাজ্য পুলিশ। বন্ধ করা হয়েছে লালগোলা- রাণাঘাট লাইনে ট্রেন চলাচল। অভিযোগ, মিছিল বেথুয়াডহরি বাজারে যায়। এরপর রাস্তার পাশের বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয়। যার জেরে ৩৪ নম্বর জাতীয়সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে নাকাশিপাড়া থানার পুলিশ পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এরপর বেথুয়াডহরি স্টেশনে পৌঁছয় মিছিলের একটি অংশ। তারপর স্টেশনেও হামলা চালাতে শুরু করে তারা। আপ কৃষ্ণনগর–লালগোলা লোকাল প্ল্যাটফর্মে পৌঁছতেই পাথর ছোড়া শুরু করে তারা। এর জেরে ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর সন্ধে ৭টা থেকে কৃষ্ণনগর-বহরমপুর লাইনে আবার রেল পরিষেবা শুরু হয়।