আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছে যদুপতি লালু প্রসাদ যাদব। দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। জানা গিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীপদ জমা দিতে দিল্লি যাবেন। মনোনয়নপত্র দাখিল করবেন ১৫ জুন। রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে লালুপ্রসাদ যাদব এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। লালু প্রসাদ যাদব এর আগেও রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সর্বেশেষ ২০১৭ সালে। ওই বছর রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বিহারের তৎকালীন রাজ্যপাল রামনাথ কোবিন্দ এবং প্রাক্তন লোকসভার অধ্যক্ষ মীরা কুমার। জিততে পারেননি। লালু প্রসাদ যে হারবেন সে ব্যাপারে নিশ্চিত ছিল রাজনৈতিকমহল। তারপরেও যদুপতি হাল ছাড়তে নারাজ। তাই, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদসংস্থাকে টেলিফোনে জানিয়েছেন, ‘শেষবার রাষ্ট্রপতি নির্বাচনেও প্রার্থী হয়েছিলাম। কিন্তু প্রার্থীপদে সমর্থন না থাকায় মনোনয়নপত্র খারিজ হয়ে গিয়েছিল। এবার জোরকদমে প্রস্তুতি নিয়েছি। আশা করি এবার আর মনোনয়নপত্র বাতিল হবে না।’ পাশাপাশি যদুপতি এও বলেছেন, ‘চেষ্টা করতে ক্ষতি কী? আমায় চেষ্টা করতে তো কেউ বারণ করেনি। পঞ্চায়েত ভোট থেকে সেই চেষ্টার শুরু। একসময় রাজ্যের মুখ্যমন্ত্রীও হয়েছিলাম। ধরেই নিচ্ছি যে রাষ্ট্রপতি নির্বাচনে হেরে যাব। কিন্তু একজন নেতা হিসেবে সব থেকে বেশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার রেকর্ড তো তৈরি হবে। ’