কলকাতা

আটক বেপরোয়া বাইক চালক, বদলা নিতে থানায় ঢুকে পুলিশকে মারধর

কলকাতাঃ আবারও রাতের কলকাতায় তাণ্ডব বাইক চালকের। তাকে আটক করতেই প্রতিবাদে রবিবার রাতেই উত্তপ্ত হয়ে ওঠে টালিগঞ্জ থানা। কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর চড়াও হয় অভিযুক্তের পরিবারের সদস্যরা। বেধড়ক মারধর করা হয় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের। থানার বাইরে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। জানা গিয়েছে, অন্যদিনের মতোই রবিবার রাতে কলকাতার বিভিন্ন এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় সাদার্ন অ্যাভিনিউ চত্বর থেকে বাইক নিয়ে যাচ্ছিলেন চেতলার বাসিন্দা এক যুবক। চেকিংযের

জন্য তাকে দাঁড়াতে বলেন পুলিশ আধিকারিকরা। অভিযোগ, না দাঁড়িয়ে বাইকের গতি কমিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করে চম্পট দেয় ওই যুবক। সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করে ধরে ফেলেন পুলিশ কর্মীরা। এরপর তাকে আটক করে নিয়ে যাওয়া হয় টালিগঞ্জ থানায়। আটকের খবর ছড়িয়ে পড়ার পর রাতেই থানায় হাজির হয় অভিযুক্ত যুবকের পরিবারের সদস্যরা। অভিযুক্ত যুবককে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে দীর্ঘক্ষণ থানার বাইরে বিক্ষোভ দেখায় তারা। মারধর করে কর্তব্যরত পুলিশকর্মীদেরও। তবে বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি।