জেলা

এবার অগ্নিপথ ইস্যুতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ

কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প অগ্নিপথ বাতিলের দাবিতে এদিন সকালে ঠাকুরনগর বাজার থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত বিক্ষোভকারীরা মিছিল করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ির সামনে আসেন এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন । তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের নতুন এই অগ্নিপথ প্রকল্প বাতিল করতে হবে এবং পুরনো পদ্ধতিতে নিয়োগ করতে হবে । এই নিয়ে তাঁরা শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলতে চান ।প্রায় দেড় ঘণ্টা কেটে যাওয়ার পরেও তাঁদের সঙ্গে শান্তনু ঠাকুর দেখা না করায় এখনও বিক্ষোভ চলছে । শান্তনু ঠাকুর যতক্ষণ না পর্যন্ত তাঁদের সঙ্গে এসে কথা বলবেন, ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা ৷ ঘটনাস্থলে গিয়েছে গাইঘাটা থানার পুলিশ । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শান্তনু ঠাকুরের পক্ষ থেকে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দলকে তাঁর সঙ্গে দেখা করার জন্য বার্তা পাঠানো হয়েছিল । কিন্তু বিক্ষোভকারীরা তা মানতে রাজি হননি । তাঁদের দাবি, কেন্দ্রীয় মন্ত্রীকে তাঁদের কাছে আসতে হবে এবং কথা বলতে হবে ৷