প্রতিরক্ষা মন্ত্রকের ‘অগ্নিপথ’ প্রকল্প বাতিলের দাবিতে হাওড়া ব্রিজে অবরোধ৷ আজ হাওড়ার গুলমোহর থেকে মিছিল বের হয় ৷ সেই মিছিল হাওড়া ব্রিজে পৌঁছলে পুলিশ তাঁদের আটকায় ৷ বাধা পেয়ে আন্দোলনকারীরা হাওড়া ব্রিজের উপরেই বসে পড়েন ৷ ভারতীয় সেনার তিন বিভাগে চুক্তিভিত্তিক, স্বল্পমেয়াদি এবং পেনশনের আওতায় না থাকা ‘অগ্নিপথ’ প্রকল্প বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা ৷ এর জেরে হাওড়া ব্রিজের উপরে সাময়িক যানজট তৈরি হয় ৷ তবে, পুলিশি তৎপরতায় বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় ৷ আন্দোলনকারীরা এ দিন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের নতুন নিয়োগের নিয়মে অনেকের দেশসেবার স্বপ্ন ভেঙে যেতে বসেছে ৷ সেনায় 4 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না ৷ তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার করোনার সময় গত 3 বছরে কোনও নিয়োগ করেনি ৷