জেলা

অগ্নিপথ ইস্যুতে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাঁকুড়ায় তল্লাশি অভিযান পুলিশের

‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে দেশের বিভিন্ন রাজ্য উত্তাল। ট্রেন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বিহার, উত্তরপ্রদেশ তেলেঙ্গানায়। সেই বিক্ষোভের আঁচ থেকে বাদ যায়নি বাংলা। শনিবার সকাল থেকে ব্যারাকপুরে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। এদিন বাঁকুড়ায় এই নিয়ে বিক্ষোভ দেখাতে পারেন চাকরি প্রার্থীরা। গোপন সূত্রে সেই খবর পেয়ে এবার বিক্ষোভ রুখতে তৎপরতা শুরু করেছে বাঁকুড়া জেলা পুলিশ এবং আরপিএফ। জেলা পুলিশের তরফে বাঁকুড়ার কেরানিবাঁধে তল্লাশি অভিযান শুরু করা হয়। একইসঙ্গে আরপিএফের তরফে বাঁকুড়া স্টেশনে শুরু করা হয় জোরদার তল্লাশি। কোথাও কোনও  জমায়েত দেখলে পুলিশ আধিকারিকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করছেন। কোনরকম জমায়েত কোথাও করতে দেওয়া হচ্ছে না। বাস থামিয়ে ছাত্র যুবদের ব্যাগে তল্লাশি চালায় পুলিশ। এদিন তল্লাশি অভিযান চালানোর সময় বাঁকুড়ার কেরানিবাঁধ মোড়ে উপস্থিত ছিলেন ডিএসপি সুপ্রভাত দাস।। এই বিষয়ে তিনি বলেন, “কোনরকম অশান্তি যাতে জেলায় না হয়, সেজন্য আমরা সতর্ক রয়েছি। তাই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কোনরকম জমায়েত যাতে না হয়, সেদিকে আমাদের নজরদারি রয়েছে।”