দেশ

এবার অগ্নিপথ প্রকল্পের রেশ সুপ্রিম কোর্টে, বিক্ষোভের তদন্তে সিট গঠনের আবেদন দায়ের আদালতে

অগ্নিপথ প্রকল্পের রেশ এ বার গিয়ে পড়ল সুপ্রিম কোর্টে৷ এই প্রকল্পের বিরোধিতায় দেশজুড়ে যে বিক্ষোভের আগুন, তার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠনের দাবিতে পিটিশন দায়ের হল শীর্ষ আদালতে ৷ আন্দোলনের জন্য রেলওয়ে-সহ সরকারি সম্পত্তির যাঁরা ক্ষয়ক্ষতি করেছে, সে বিষয়েও তদন্তের আবেদন করা হয়েছে পিটিশনে। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশজুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ ৷ এই প্রকল্প পরীক্ষা-নীরিক্ষার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে পিটিশনে ৷ বলা হয়েছে, এই প্রকল্প সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কী প্রভাব ফেলতে পারে তা এই কমিটি খতিয়ে দেখুক৷