দেশ

সেকেন্দ্রাবাদ স্টেশনে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মূলচক্রী প্রাক্তন সেনাকর্মী, দাবি পুলিশের

সেকেন্দ্রাবাদ স্টেশনে অগ্নিপথ বিরোধী বিক্ষোভের ঘটনায় গ্রেফতার প্রাক্তন সেনা কর্মী আভুলা সুব্বা রাও৷ অন্ধ্রপ্রদেশ রেলওয়ে পুলিশ শনিবার সকালে প্রকাশম জেলা থেকে তাকে গ্রেফতার করে ৷ শুক্রবার সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে যে বিক্ষোভ শুরু হয়েছিল তার পিছনে সুব্বা রাও ‘মাস্টারমাইন্ড’ বলে জানা গিয়েছে । সেকেন্দ্রাবাদ স্টেশনে ভাঙচুরের সঙ্গে জড়িত বিক্ষোভকারীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে নেমে এই ব্যক্তির খোঁজ পায় পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর,  বর্তমানে আভুলা সুব্বা রাও হায়দ্রাবাদে ট্রেনিং একাডেমি চালান। গত কয়েক বছরে অন্তত সাতটি ট্রেনিং একাডেমি তৈরি করেছেন তিনি। এহেন আবুলা সুব্বা রাওকে দেখা গেছে,

তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আন্দোলন এগিয়ে নিয়ে যাবার পরিকল্পনা করেছিলেন। খুব স্বাভাবিকভাবেই এই গ্রেপ্তারি অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। আরও তদন্তের জন্য ধৃত সুব্বা রাওকে বর্তমানে নরসারাওপেটে আনা হয়েছে ৷ সুব্বা রাও নরসারাওপেটে এবং হায়দরাবাদে প্রতিরক্ষা অ্যাকাডেমি চালাত, যেখানে সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজনকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করত সে ৷ সেখানকার ছাত্রদের নিয়েই তৈরি হোয়াটস অ্যাপ গ্রুপে বেশ কয়েকটি বার্তা শেয়ার করা হয় অগ্নিপথ নিয়ে, যা যুবকদের ভাঙচুর করতে উসকানি দেয় বলে পুলিশের দাবি ।