দেশ

‘বিজেপি অফিসে দারোয়ানের চাকরিতে অগ্রাধীকার পাবেন অগ্নিবীর-রা’, বিস্ফোরক কৈলাস বিজয়বর্গীয়

বঙ্গ বিজেপিতে একুশের বিধানসভা নির্বাচনের সময় পর্যন্ত দলের পর্যেবেক্ষক ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। সেই সময়েই তিনি মন্তব্য করেছিলেন, তাঁর বাড়িতে রাজমিস্ত্রীর কাজে আসা মজুররা চিঁড়ে খেত। তাতেই নাকি প্রমাণিত হয়ে গিয়েছিল ওরা বাংলাদেশী। চিঁড়ে খাওয়ার অর্থ সে বাংলাদেশী এই তত্ত্ব কৈলাস কোথা থেকে আর কীভাবে আমদানি করলেন তা নিয়েই বিস্তর গবেষণার প্রয়োজন। কৈলাসের ওই মন্তব্যের মাশুল গুণতে হয়েছে বিজেপিকে। একুশের বিধানসভা নির্বাচনে গোহারান হেরেছে বিজেপি। সেই কৈলাসই আবারও বেফাঁস মন্তব্য করে বসলেন। আর তাও কিনা অগ্নিবীরদের নিয়ে। কার্যত তাঁর মন্তব্য দেখিয়ে দিল দেশের সেনাবাহিনীকে বিজেপি কীভাবে নিজেদের তাঁবেদার বাহিনীতে পরিণত করতে চাইছে এবং দেশের সেনা জওয়ারদের তাঁরা ঠিক কোন চোখে দেখেন। রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে এক সাংবাদিক বৈঠকে কৈলাস জানিয়েছেন, ‘সেনার প্রশিক্ষণ পেয়ে অগ্নিবীররা হয়ে উঠবেন কঠোর শৃঙ্খলাপরায়ণ৷ তাঁরা সব আদেশ পালন করতে শিখবেন৷ চার বছর দেশ সেবা করার পর যদি তাকে বাহিনী ছাড়তে হয় তখন তিনি এককালীন ১১ লাখ টাকা পাবেন৷ এছাড়া অগ্নিবীরের তকমা নিয়ে সমাজে ঘুরে বেড়াবে৷ আমার যদি বিজেপি অফিসে নিরাপত্তা রক্ষীর প্রয়োজন পড়ে তাহলে আমি অগ্নিবীরদের অগ্রাধিকার দেব৷’ অর্থাৎ, বিজেপি অফিসে সিকিউরিটি গার্ডের চাকরি পাবেন অগ্নিবীররা৷ কৈলাসের এই মন্তব্য নিয়েই এখন নতুন করে বিতর্ক ছড়িয়ে পড়েছে।  সেই মন্তব্য টুইট করেছে জাতীয় কংগ্রেস। লিখেছে, সত্যিটা বলে ফেলেছেন বিজেপির কৈলাস বিজয়বর্গীয়। রীতিমতো ভাইরাল সেই ভিডিও।