অগ্নিপথ নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানীর প্রগতি ময়দানে রবিবার একটি টানেল এবং পাঁচটি আন্ডারপাসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে দেশের বিকাশ এবং কল্যাণের স্বার্থে গৃহীত পদক্ষপকে রাজনীতির রঙিন চোখে দেখা হয়। বাহিনীকে নিয়ে দেশের নানা প্রান্তে তৈরি হওয়া অস্থিরতার প্রেক্ষিতে এই প্রথম প্রধানমন্ত্রী মুখ খুললেন। সে কারণে রাজনৈতিক মহলের
একাংশ মনে করছে, বক্তব্যের লক্ষ্য অগ্নিপথ এবং এই প্রকল্পের বিরোধিতায় যারা নেমেছে, তারা। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন বাহিনীর সংস্কারের প্রসঙ্গ। নমো বলেন, গত ৮০ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীতে কোনও সংস্কার হয়নি। সে কারণে সরকার বাহিনী সংস্কারের কাজে হাত দেয়। এর পিছনে মহৎ উদ্দেশ্য ছিল। কিন্তু বিশেষ একটি গোষ্ঠী, যাদের কাজ শুধুমাত্র সরকারি প্রকল্প, সরকার গৃহীত পদক্ষেপের বিরোধিতা করা, তারা এখন দেশ অশান্ত করার খেলায় মেতে উঠেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।