দেশ

‘অগ্নিপথ’ প্রতিবাদে আজ ভারত বনধ

আজ অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে একাধিক সংগঠনের তরফে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে দেশজুড়ে আবারও পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ফলে আগাম সতর্কতা হিসেবে একাধিক পদক্ষেপ করা হয়েছে সব রাজ্য সরকারের তরফে ৷ বিশেষ করে ১৪ জুনের পর থেকে অগ্নিগর্ভ হয়ে থাকা রাজ্যগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ যার মধ্যে রাজধানী দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, কেরালার মতো রাজ্যগুলি রয়েছে ৷ অন্যদিকে, আজও কংগ্রেস, আম আদমি পার্টির তরফে যন্তরমন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি রাখা হয়েছে ৷ এ দিন দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজট তৈরি হয় ৷ ভারত বনধে বাড়তি নিরাপত্তার কারণে রাজধানীতে প্রবেশকারী সব গাড়িতে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ ৷ যার জেরে দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে এই যানজট তৈরি হয়েছে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি, দিল্লি ও তার সংলগ্ন এলাকা যেমন, ফরিদাবাদ, নয়ডায় ১৪৪ ধারা জারি করা হয়েছে ৷ ৪ জনের বেশি জমায়েত করলে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে ৷ রাজধানীর রাস্তায় বাড়তি পুলিশও নিয়োগ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ৷