ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ চতুর্থ বার তলব করা হয়েছে রাহুল গান্ধীকে। এর আগে ১৩ থেকে ১৫ জুন, টানা তিনদিন দফায় দফায় জেরা করা হয়েছিল কংগ্রেস নেতাকে। তারপরেই ১৭ জুন ফের চতুর্থ দফার তলব করা হয়েছিল রাহুল গান্ধীকে।সেই সময় ইডির কাছে সময় চেয়ে নিয়েছিলেন কংগ্রেস নেতা। জানিয়েছিলেন হাজিরা দেবেন সোমবার। সেইমত আজ ইডি অফিসারদের প্রশ্নের সামনে ফের বসবেন রাহুল। কংগ্রেস নেতাকে ১৩ থেকে ১৫ জুন লাগাতার জিজ্ঞাসাবাদের সময় থেকেই ক্ষোভ প্রকাশ করেছে গোটা দল। দিল্লির দলীয় কার্যালয় থেকে ইডি দফতর, কংগ্রেস নেতা, সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছিলেন। সোমবার রাহুলকে জিজ্ঞাসাবাদের আগে কংগ্রেস নেতা অজয় মাকেন সাংবাদিক সম্মেলন করে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন। কংগ্রেসের সদর দফতরে আক্রমণের জন্য দিল্লি পুলিশের সমালোচনাও করেছেন তিনি। কেন্দ্র সরকারের সমালোচনা করেন অজয় মাকেন বলেন, কেন্দ্র ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ স্কিম-এর বাস্তবায়ন করছে। মুকুল রায় সহ একাধিক নেতাদের উদাহরণ দিয়ে বলেন, বিরোধী দলে থাকার সময় তাঁদের মাথায় ইডির একগুচ্ছ কেস ছিল, ইডি’র চাপ ছিল। দলত্যাগের পরেই সেসব কেস ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ স্কিমে সেসব কেস চলে যায়।