কলকাতা

রাজ্য পুলিশে ট্রেনিং কলেজে হরিয়ানা থেকে আন হচ্ছে ২১ ঘোড়া

এ বার ব্যারাকপুর পুলিশ ট্রেনিং কলেজে আসতে চলেছে ২১টি তাগড়াই ঘোড়া। রাজ্য পুলিশ সূত্রের খবর, প্রাথমিক ভাবে প্রশিক্ষিত এই ঘোড়াগুলির এক-একটির দাম প্রায় ২ লক্ষ টাকা । ফলে ব্যারাকপুর পুলিশ ট্রেনিং কলেজে থমকে থাকা পুলিশ হর্স রাইডিং-এর প্রশিক্ষণ নতুন করে শুরু হবে । রাজ্য পুলিশের ব্যারাকপুর পুলিশ ট্রেনিং কলেজে আইপিএস এবং অন্যান্য পুলিশকর্মীদের প্রশিক্ষণের জন্য রাজ্য পুলিশের হাতে বর্তমানে মোট ৩৯টি ঘোড়া আছে । কিন্তু এই ৩৯টি ঘোড়ার মধ্যে খেলার জন্য বেশ কয়েকটি ঘোড়া সংরক্ষিত । পাশাপাশি দৈনন্দিন ট্রেনিং এবং শারীরিক অসুস্থতার কারণে সব সময় সব ঘোড়াকে প্রশিক্ষণের জন্য পাওয়া যায় না । ফলে সপ্তাহে ২০ থেকে ২৫টি ঘোড়াকে নতুন আইপিএস আধিকারিকদের এবং অন্যান্য পুলিশকর্মীদের ট্রেনিং-এর কাজে পাওয়া যায় । এই হাতে গোনা মাত্র কয়েকটি ঘোড়াকে দিয়ে প্রশিক্ষণের কাজ করানো এক প্রকার প্রায় অসম্ভব হয়ে উঠেছে প্রশিক্ষকদের কাছে । কাজেই রাজ্য পুলিশের ব্যারাকপুর পুলিশ ট্রেনিং কলেজের জন্য অন্তত ২১টি নতুন ঘোড়া কিনতে নবান্নের কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য পুলিশ । সূত্রের খবর, এই ২১টি ঘোড়া হরিয়ানা থেকে কেনা হবে । ভবানী ভবন সূত্রের খবর, শুধুমাত্র কলকাতা পুলিশে ঘোড়সওয়ার বাহিনী রয়েছে । আর এই ঘোড়সওয়ার বাহিনী ক্রাউড ম্যানেজমেন্ট বা খেলা চলাকালীন কোনও স্টেডিয়ামে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য এক এবং অদ্বিতীয় । এ দিকে, প্রয়োজনের তাগিদে একাধিক জেলা পুলিশকে ভেঙে তৈরি হয়েছে কমিশনারেট । রাজ্যে নতুন কমিশনারেটগুলির অধিকাংশের অধীনে রয়েছে একাধিক স্টেডিয়াম । যেমন শিলিগুড়ি কমিশনারেটের আওতাধীন কাঞ্চনকন্যা স্টেডিয়াম, বিধান নগর কমিশনারেটের আওতাধীন যুবভারতী ক্রীড়াঙ্গন । এই সব স্টেডিয়ামে খেলা চলাকালীন ক্রাউড ম্যানেজমেন্ট এবং পুলিশ প্রশিক্ষণের জন্য এ বার এই সব কমিশনারেটে নতুন করে ঘোড়ার আস্তাবল তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য পুলিশের । তার জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষকের এবং একাধিক ঘোড়ার ।