দেশ

গুয়াহাটির হোটেলে শিবসেনার শিবির, বাইরে তুমুল বিক্ষোভ তৃণমূলের

সদ্যই খবর পাওয়া যাচ্ছিল, বিক্ষুব্ধ শিবসেনা নেতা একনাথ শিন্ডের শিবির ক্রমশ শক্তিশালী হচ্ছে। মহারাষ্ট্র ছেড়ে শিন্ডে শিবির প্রথমে যায় বিজেপি শাসিত গুজরাতে। সেখান থেকে ফের তারা উড়ে যায় আর এক বিজেপি শাসিত রাজ্য অসমে। আর সেখানে বসেই একনাথ শিন্ডে শিবির ঘুঁটি সাজাচ্ছে কীভাবে সরানো যায় উদ্ধব ঠাকরেকে। সদ্য আরও তিন শিবসেনা বিধায়ক যোগ দেন শিন্ডে শিবিরে। গুয়াহাটিতে যে রেডিসন ব্লু হোটেলে রয়েছেন শিবসেনা নেতৃত্ব, তার বাইরেই বৃহস্পতিবার সকালে বিক্ষোভ, প্রতিবাদ দেখান তৃণমূল কংগ্রেসের অসম ‘ইউনিট’। যার নেতৃত্বে ছিলেন অসমের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরা। সঙ্গে দলীয় পতাকা নিয়ে উপস্থিত ছিলেন তৃণমূলের বেশ কয়েকজন নেতৃত্ব এবং পার্টি কর্মীরা। জোড়ালো বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, যে সময়ে অসমে প্রবল বন্যায় বিধ্বস্ত জনজীবন, সেই পরিস্থিতিতে রাজ্যের মানুষের কথা চিন্তা না করে শাসক বিজেপি ফন্দি আঁটছে কীভাবে মহারাষ্ট্রের সরকারকে ফেলে দেওয়া যায়।