বিস্ফোরক স্বীকারোক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের। জানালেন ‘শুভেন্দুর কথায় কাঁথিতে গিয়েছিলাম। শুভেন্দুকে টাকা দিয়েছি।’ তাঁর দাবি, তিনি যে শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন, তাই নয়, তাঁকে শুভেন্দু ব্ল্যাকমেলও করেছিলেন বলে দাবি করেছেন সুদীপ্ত ৷ সারদা মামলায় গত প্রায় ন’বছর ধরে জেলবন্দি রয়েছে সুদীপ্ত ৷ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে ৷ তেমনই একটি মামলার শুনানি ছিল শুক্রবার ৷ সেই উপলক্ষেই এদিন বিধাননগর এমপি-এমএলএ আদালতে হাজির করানো হয় সুদীপ্তকে ৷ প্রিজন ভ্যানে করে তাঁকে আদালতে নিয়ে আসা হয় ৷ সঙ্গে সঙ্গে সাংবাদিকরা ঘিরে ধরেন তাঁকে ৷ ছুটে আসে একের পর এক প্রশ্নবাণ ৷ সংবাদমাধ্যমের সামনে এই বিস্ফোরক স্বীকারোক্তি করলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। আর এই মন্তব্যের জেরেই এখন রীতিমত আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কিন্তু, সুদীপ্তকে কথা বলার খুব বেশি সুযোগ দেননি সঙ্গে থাকা পুলিশকর্মীরা ৷ শুনানি শেষ হলে আদালত থেকে সুদীপ্তকে বের করার পরও একই ঘটনা ঘটে ৷ তবুও তার মধ্যেই একাধিকবার শুভেন্দুকে কাঠগড়ায় তোলেন সুদীপ্ত ৷ উল্লেখ্য শুভেন্দুর নাম ইতিমধ্যেই নারদকাণ্ডে জড়িয়েছে। তবে এখনও
পর্যন্ত সেই ঘটনার মামলায় শুভেন্দুকে বিন্দুমাত্র জিজ্ঞাসাবাদ করেনি ইডি বা সিবিআই। অথচ সেই নারদকাণ্ডের ঘটনায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোয়াপাধ্যায়কে গ্রেফতার করতে দেখেছে সিবিআই-কে। শুধু তাই নয়, প্রথার বাইরে গিয়ে মাঝরাতে শুধুমাত্র ইমেলে মামলা দায়ের করে সেই মামলা রাতেরবেলায় কলকাতা হাইকোর্টে শুনানি হতেও দেখেছে বঙ্গবাসী। এমনকি ওই ৪জনকে জেলেও পাঠিয়েছিল আদালত। যদিও পরবর্তীকালে তাঁরা জামিনও পেয়ে যান। কিন্তু শুভেন্দুর গাঁয়ে বিন্দুমাত্র আঁচড় পড়েনি কেননা তিনি এখন বিজেপিতে আছেন। এদিন সুদীপ্ত সেন এটা খোলসা করেননি তিনি ঠিক কবে শুভেন্দুর ডাকে কাঁথি গিয়েছিলেন বা তাঁকে কত টাকা দিয়েছেন। তবে তাঁর এই স্বীকারোক্তি রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে একথা অস্বীকার করার কোনও উপায় নেই। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীকে তিনি যে বিপুল পরিমাণ টাকা দিয়েছিলেন, তেমন দাবি আগেও করেছিলেন সুদীপ্ত ৷ এই মর্মে বিচারপতিকে চিঠিও পাঠিয়ে ছিলেন তিনি ৷ এদিন তাঁকে প্রশ্ন করা হয়, সারদা কেলেঙ্কারি নিয়ে তাঁর লেখা দ্বিতীয় চিঠিতে কার নাম রয়েছে ? জবাবে একাধিকবার শুভেন্দু অধিকারীর নাম বলেন সুদীপ্ত ৷ তিনি স্পষ্ট জানান, শুভেন্দু তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন ৷ জমিজমা সংক্রান্ত কারণে এবং কোনও একটি নকশা মঞ্জুর করানোর জন্য শুভেন্দুকে টাকা দিয়েছিলেন তিনি ৷ এরপরই এক সাংবাদিকের প্রশ্ন উত্তরে সুদীপ্ত জানান, শুভেন্দু তাঁকে ব্ল্যাকমেলও করেছেন ৷ সুদীপ্ত জানিয়েছেন, শুভেন্দুর বিষয়ে চিঠিতে বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি ৷