রথযাত্রার মুখে পুরীর জগন্নাথ দর্শনের জন্য মুখিয়ে থাকেন অসংখ্য পুণ্যার্থী। চারমাস আগে থেকে টিকিট কেটে রাখলেও যাত্রার নিশ্চয়তা মেলে না। রথযাত্রাকে কেন্দ্র করে এই বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে নয়া পদক্ষেপ নিল দক্ষিণ-পূর্ব রেল। আগামী ১ জুলাই থেকে স্থায়ীভাবে হাওড়া-পুরী এক্সপ্রেসে বাড়তি একটি স্লিপার ক্লাস কোচ যুক্ত হতে চলেছে। অর্থাৎ ভ্রমণপ্রিয় বাঙালির পুরী যাত্রায় আগামী দিনে অতিরিক্ত ৭২ জনের যাত্রা পাকা হল। এছাড়াও রাঁচি, রাউরকেল্লা সহ আরও কয়েকটি ট্রেনেও অতিরিক্ত চেয়ার কার, এসি থ্রি টায়ার সহ কয়েকটি কোচ যুক্ত হতে চলেছে। প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব রেলের তরফে টিকিটের চাহিদার নিরিখে চারটি ডিভিশনে চলা ট্রেনগুলির মূল্যায়ণ করা হয়েছিল। সেখানেই পুরী এক্সপ্রেসের মতো বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের তালিকা তৈরি হয়েছে। যাত্রী-স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিতে অতিরিক্ত কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। উন্নত ও আধুনিক কোচগুলিকে জনপ্রিয় ট্রেনগুলির সঙ্গে জুড়ে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। পাশাপাশি যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে পুরনো রেক বদলে নয়া এএইচবি রেকে পরিবর্তনের প্রক্রিয়াও চলছে পুরোদমে।