শিয়ালদহ ও দমদমের মধ্যে ২২ নম্বর সেতুর রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকতে চলেছে একাধিক লোকাল ট্রেনের চলাচল ৷ আজ, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ থাকবে এই ট্রেন চলাচল ৷ এই ১০ ঘণ্টার জন্য মোট ৩৮টি লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে পূর্ব রেল ৷ এছাড়াও যাত্রার সময়সূচি বদল করা হয়েছে ৬টি এক্সপ্রেস ট্রেনের ৷ যে লোকাল ট্রেনগুলি বাতিল হচ্ছে সেগুলি হল,৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন হাবড়া লোকাল, ৩২২১৩ আপ ও ৩২২১৭ ডাউন ডানকুনি লোকাল, ৩২২১৪ ডাউন ও ৩১৬১১ আপ রানাঘাট লোকাল,৩১৬১৫ আপ ও ৩১৬১৬ ডাউন রানাঘাট লোকাল ৷ এছাড়াও বাতিলের তালিকায় রয়েছে এই সময়সীমার মধ্যে চলাচলকারী আপ ও ডাউন কল্যাণী সীমান্ত লোকাল, আপ ও ডাউন দত্তপুকুর লোকাল, আপ ও ডাউন হাসনাবাদ লোকাল, আপ ও ডাউন ব্যারাকপুর লোকাল, আপ ও ডাউন নৈহাটি লোকাল, আপ ও ডাউন বারাসত লোকাল, আপ ও ডাউন শান্তিপুর লোকাল, আপ ও ডাউন বজবজ লোকাল, আপ ও ডাউন গেদে লোকাল ৷ এছাড়াও কয়েকটি এক্সপ্রেস ট্রেনের যাত্রার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে । ১৩১৫৪ মালদা টাউন-শিয়ালদহ গৌর এক্সপ্রেস শনিবার ৫ ঘন্টা দেরিতে অন্য রুট দিয়ে যাত্রা করবে । ১২৩৪৪ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল আজকে ৫ ঘন্টা দেরিতে ছাড়বে ও ভিন্ন রুটে যাত্রা করবে । ১৩১৫০ আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চন কন্যা এক্সপ্রেস শনিবার ২ ঘন্টা দেরিতে ছাড়বে ও এই ট্রেনের যাত্রাপথও বদল করা হয়েছে । ১৩১০৬ বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস ৬ ঘন্টা দেরিতে, আড়াই ঘণ্টা দেরিতে ছাড়বে ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ৷ ১৩১৭৩ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রবিবার ৩ ঘণ্টা ২৫ মিনিট দেরিতে ছাড়বে ৷