জম্মু-কাশ্মীরে ধৃত মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি তালিব হুসেন বিজেপির সক্রিয় সদস্য ছিলেন। বহুদিন ধরেই সংখ্যালঘু মোর্চার সঙ্গে যুক্ত ছিল সে। বিজেপি তালিবকে দলের আইটি সেলের দায়িত্বও দিয়েছিল। এই তথ্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। তালিবের সঙ্গে জম্মু-কাশ্মীরের বিজেপি প্রেসিডেন্ট রবিন্দর রায়নার সঙ্গে বেশ কয়েকটি ছবিও পাওয়া গিয়েছে। তৃণমূলের টুইট করা ছবিতে শাহের সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছে তালিবকে। জম্মু-কাশ্মীর বিজেপির এক শীর্ষনেতা জানিয়েছেন, অনলাইনে অনেকেই আমাদের দলে যোগদান করেন। কে কোন জায়গা থেকে যোগ দিচ্ছেন, তা সবসময় নজর রাখা সম্ভব নয়। বিজেপি নেতাদের সঙ্গে তালিবের ছবির রয়েছে বলে স্বীকার করে নেন তিনি। বিজেপি মুখপাত্র আরএস পাঠানিয়া বলেন, যে কেউ অনলাইনে বিজেপির সদস্য হতে পারেন। আমাদের পক্ষে সবসময় তাঁর সমস্ত কিছু যাচাই করা সম্ভবপর হয়ে ওঠে না। এদিন সকালে জম্মু এবং কাশ্মীরের রিয়াসী জেলার তুকসন ঢোক গ্রামের বাসিন্দারা তালিব হুসেন এবং তাঁর সহযোগী ফয়জল আহমেদকে ধরে পুলিসের হতে তুলে দেন। পুলিস জানিয়েছে, রিয়াসি জেলার তুস্কান গ্রামে লুকিয়ে ছিল দুই জঙ্গি৷ গ্রামবাসীদের হাতে তারা ধরা পড়ে যায়৷ ধৃতরা হল ফয়জল আহমেদ ধর এবং তালিব হুসেন৷ দু’জনেই লস্করের সদস্য৷ ধৃতদের কাছ থেকে দুটো একে সিরিজের রাইফেল, সাতটি গ্রেনেড এবং পিস্তল পাওয়া গিয়েছে৷