ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২-এর মুকুট মাথায় পড়লেন কর্নাটকের সিনি শেট্টি ৷ শোয়ের প্রথম রানার আপ হয়েছেন রুবেল শেখাওয়াত এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন শিনাতা চৌহান ৷ মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল এ বারের ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২-এর অনুষ্ঠান ৷ রবিবার শো কর্তৃপক্ষের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল থেকে ঘোষণা করা হয়েছে বিজয়ীদের নাম ৷ এ দিন তাঁরা বিজয়ীদের অভিনন্দন জানিয়ে লেখেন, “অভিনন্দন, আসুন এ বার শ্যম্পেন খোলা যাক ৷ এই নারীদের প্রত্যেকের একটি শক্তিশালী ভাষ্য রয়েছে এবং আমরা নিশ্চিত যে এই মঞ্চকে ব্যবহার করে তাঁরা যা যা বিশ্বাস করেন সেগুলিকে আরও এগিয়ে নিয়ে যাবেন ৷ আমরা দেখেছি কতটা আবেগ দিয়ে তাঁরা এই সম্মান জেতার জন্য লড়াই করেছেন এবং আজকের এই মুহূর্তের সবটুকুই তাঁদের প্রাপ্য ৷” সিনি শেট্টি মূলত কর্নাটকের বাসিন্দা ৷ তবে ২১ বছর বয়সি এই বিউটি কুইনের জন্ম মুম্বইয়ে ৷ অ্যাকাউন্টেন্সি এবং ফিনান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। বর্তমানে তিনি সিএফএ নামে একটি প্রফেশনাল কোর্স করছেন । একইসঙ্গে তিনি একজন দক্ষ ভারতনাট্যম শিল্পীও বটে ৷ সিনি শেট্টি কর্নাটকের ভারতসুন্দরীদের তালিকায় এক নয়া সংযোজন ৷ তাঁর আগেও এই মুকুট মাথায় পরেছেন বেশ কয়েকজন দক্ষিণী সুন্দরী ৷ লারা দত্ত, সারা জেন ডায়াস এবং সন্ধ্যা চিব, নাফিসা জোসেফ, রেখা হান্ডে এবং লিমারাইনা ডি’সুজাদের তালিকায় এ বার অন্তর্ভুক্ত হল সিনির নাম ৷ প্রথম রানার আপ রুবেল প্রতিনিধিত্ব করেন রাজস্থানের সংস্কৃতি এবং ঐতিহ্যের ৷ চিত্র শিল্প, অভিনয়, নৃত্যে পারদর্শী তিনি ৷ এ ছাড়া ব্যাটমিন্টন খেলতেও ভালবাসেন রুবেল ৷ অন্যদিকে দ্বিতীয় রানার আপ শিনাতা উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ শিক্ষাগত ক্ষেত্রে তিনি একজন স্কলার এবং তাঁর মধ্যে নেতৃত্বেরও গুণাবলী রয়েছে ৷
When dreams turned into reality 👑
— Sini Shetty (@sini_shetty) July 4, 2022
.
.
.
.
.#SiniShetty #MissIndiaFinale2022 #MissIndia2022 #FeminaMissIndia2022 #MissIndia pic.twitter.com/VmXwWjN7Uz