ডেনমার্কের কোপেনহেগেন-এর শপিং মলে গুলি চালানোর ঘটনায় নিহত ৩ এবং জখম হয়েছেন একাধিক। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ড্যানিস পুলিশ। এই গুলি চালনার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের পরিচয় যে সে এক জন নর্থজার্মানিক বংশোদ্ভূত ডেনমার্ক নাগরিক। এরা এথনিক ডেন নামে পরিচিত। ২২ বছরের তরুণ যে গুলি চালিয়েছে তাও হলফ করে বলতে পারছে না ড্যানিস পুলিশ। শুধু জানানো হয়েছে, এখনও পর্যন্ত যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাতে এই যুবক-ই আততায়ী হওয়ার প্রভূত সম্ভাবনা। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের মতে, ধৃত তরুণ-ই এই গুলিকাণ্ডের খলনায়ক। কারণ, তাঁকে অনেকেই একটা বিশাল রাইফেল হাতে করে শপিং মলে ঢুকে গুলি চালাতে দেখেছে। এই সন্দেহভাজন আততায়ীকে গ্রেফতার করতেও পুলিশকে নাকি বেগ পেতে হয়নি। খুব শান্তিপূর্ণভাবেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। আসলে ডেনমার্কের মতো দেশে যতক্ষণ না পর্যন্ত পুলিশ পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করছে ততক্ষণ পর্যন্ত কোনও অপরাধীর নাম ও পরিচয় সাধারণত প্রকাশ করা হয় না। সেই কারণেই কোপেনহেগেনের লার্জ ফিল্ডস শপিং মলে গুলিকাণ্ডে ধৃত-কে নিয়ে বিস্তারিত তথ্য আপাতত আটকে রেখেছে বলে মনে করা হচ্ছে। ডেনমার্কের কোপেনহেগেন শহরের শপিং মলে গুলিকাণ্ডে তদন্তে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় সময় রবিবার গভীররাতে কোপেনহেগেন শহরে এই ঘটনা ঘটে।