জেলা

ফুল প্যান্ট পরে শারীরশিক্ষা পরীক্ষা দিতে গিয়েছিল, ফেল করার আশঙ্কায় বিষ খেল ছাত্র

পরীক্ষা দিতে গিয়েছিল ছাত্র। পড়ুয়া সপ্তম শ্রেণির। ছিল শারীরশিক্ষা বিভাগের পরীক্ষা। তাই বলা হয়েছিল হাফ প্যান্ট পরে যেতে। ছাত্রের তাতেই ভয়, যদি ফুল প্যান্ট পরে যাওয়ার কারণে পাশ না হয়। এই ভয়েই বিষ (POISON) খেল ছাত্র। পূর্ব বর্ধমানের ঘটনা। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। কাটোয়ার কোশিগ্রামের বাসিন্দা ওই ছাত্র। নাম রামপ্রসাদ দাস। স্থানীয় কোশিগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র। শারীরশিক্ষা পরীক্ষার দিন স্রেফ হাফ প্যান্টের জায়গায় ফুল প্যান্ট পরার ভয় থেকেই বিষ খেয়েছে কিশোর। ওই ছাত্রের বাবা দিনমজুর, মা গৃহবধূ। জানা গিয়েছে, বাকি ছাত্ররা এসেছিল হাফ প্যান্ট পরেই। সহপাঠীরা বলে, হাফপ্যান্ট না পরে এলে পরীক্ষা দেওয়া যাবে না। তা শুনেই বাড়ি ফিরে আসে ওই ছাত্র। তারপর বাড়ি থেকে বেরিয়ে বিষ খায় ওই ছাত্র। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রামপ্রসাদ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলে বাড়িতে এসে বলেছিল হাফপ্যান্ট খুঁজতে। তা ওই সময় পাওয়া যায়নি। এরপরেই রাগ করে আবার স্কুলে চলে যায় ছেলে। পরে স্কুল থেকে খবর আসে রামপ্রসাদ বিষ খেয়েছে।