পাওয়ার গ্রিড প্রকল্পের গেটে তালা, সরকারি চুক্তি অনুযায়ী সমস্ত দাবি পূরণ করা হয়নি বলে অভিযোগ তোলে জমি কমিটি । হুমকি দেয় আন্দোলনের । আগেই প্রশাসন জানিয়ে দিয়েছিল, আন্দোলনকারীদের অধিকাংশ দাবিই পূরণ হয়েছে । কিন্তু আজও নিজেদের অবস্থানে অনড় রয়েছে জমি কমিটি । দাবি আদায়ে মঙ্গলবার সকালে পাওয়ার গ্রিডের গেটে তালা লাগিয়ে নতুন করে আন্দোলন শুরু করেছে তাঁরা । তাঁদের মূলত দাবি, ভাঙড়ের জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সঙ্গে সরকারের যে ভাঙড় চুক্তি হয়েছিল, সেই চুক্তি সরকার না মানার কারণে তাঁরা এই অবস্থান নিয়েছেন । তাঁদের দাবি পূরণ না হওয়ায় এই কর্মসূচী বলে জানান জমি, জীবিকা ও বাস্তুরক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হাসান ।