বিনোদন

‘ছবির পোস্টারে মা কালীর পোশাকে ধূমপান’, পরিচালক লীনা মণিমেকলাইয়ের বিরুদ্ধে দায়ের এফআইআর

চলচ্চিত্র নির্মাতা লীনা মণিমেকালাই সম্প্রতি টুইটারে তাঁর তথ্যচিত্র ‘কালী’র পোস্টার শেয়ার করেছিলেন। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ছবির পোস্টারে দেখা যাচ্ছে, এক মহিলা যিনি কালী ঠাকুর সেজে ধূমপান করছেন। সেই পোস্টার ঘিরেই শোরগোল বেঁধে যায় সোশ্যাল মিডিয়ায়, বিতর্কে নাম জড়ায় পরিচালক লীনা মণিমেকলাইয়ের। এবার পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল উত্তরপ্রদেশ পুলিস। ছবির পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পরিচালক লীনা মণিমেকলাই। সেই পোস্টারেই দেখা যায় কালীর বেশে এক মহিলা সিগারেটে টান দিয়েছেন। তাঁর হাতে এলজিবিটিকিউ-এর পতাকা। এই পোস্টার শেয়ার হওয়ার পরই অপরাধমূলক ষড়যন্ত্র, উপাসনার জায়গায় অপরাধ,ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং হিন্দু দেবতাদের অসম্মানজনক চিত্রায়ণের কারণ দেখিয়ে লীনার বিরুদ্ধে FIR দায়ের করেছে যোগীর পুলিস। এই ছবি সামাজিক শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে বলেও দাবি করা হয় এফআইআরে। অন্যদিকে,  এ বিষয়ে সরব হল ভারতীয় হাইকমিশন।সোমবার টরন্টোর আগা খান মিউজিয়ামে ‘আন্ডার দ্য টেন্ট’ প্রকল্পের অংশ হিসাবে প্রদর্শিত হিন্দু দেবতার অসম্মানজনক এই চিত্র প্রত্যাহার করার জন্য কানাডিয়ান কর্তৃপক্ষকে অনুরোধ করেছে ভারতীয় হাইকমিশন। কানাডায় ভারতীয় হাইকমিশনের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আমরা কানাডিয়ান কর্তৃপক্ষ এবং ইভেন্ট আয়োজকদের এই ধরনের সমস্ত উস্কানিমূলক তথ্যচিত্র প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি।” সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, বেশ কয়েকটি হিন্দু গোষ্ঠীও এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কানাডার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। উল্লেখ্য, লীনা মণিমেকালাই, যিনি তামিলনাড়ুর মাদুরাইতে জন্মগ্রহণ করেছিলেন এবং বর্তমানে টরন্টোতে রয়েছেন। শনিবার তাঁর ডকুমেন্টারি ফিল্মের পোস্টার শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি তিনি ক্যাপশনে লিখেছিলেন, কানাডা ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর ডকুমেন্টারি ‘কালী’ লঞ্চ করায় তিই খুবই আনন্দিত। পোস্টারে দেখা যাচ্ছে, একজন মহিলা দেবী কালীর মতো পোশাক পরে ধূমপান করছেন। পটভূমিতে এলজিবিটি সম্প্রদায়ের একটি পতাকা দেখা গিয়েছে। এরপরি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের রোষের মুখে পড়েন চলচ্চিত্র নির্মাতা। তীব্রভাবে আক্রমণ করার পাশাপাশি তাঁকে গ্রেফতারের দাবিও করছেন।  #arrestleenamanimekalai নামে টুইটারে ট্রেন্ড করছে। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সম্প্রদায় লীনা মণিমেকালাইয়ের নামে থানায় এফআইআর করে।

https://mobile.twitter.com/LeenaManimekali/status/1543200394477805568