উদয়পুর ও জম্মুর হত্যাকান্ডের ঘটনায় জঙ্গি কার্যকলাপে বিজেপির যোগ রয়েছে। এই দুই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে তাঁদের প্রশ্ন, বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যে কেন্দ্রীয় সরকার এখনও চুপ কেন, যার জন্য একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে তাঁকে এখনও কেন গ্রেফতার করা হল না ? এই সব কিছুর বিচারের দাবিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী শশী পাঁজা ও কুণাল ঘোষ।কুণাল ঘোষ এদিন বলেন, “এখন জম্মু ও কাশ্মীরে লস্কর জঙ্গি ধরা পড়লেও দেখা যাচ্ছে বিজেপির সঙ্গে যুক্ত । সম্প্রতি উদয়পুরে এক দর্জিকে তাঁর দোকানের মধ্যে খুনের ঘটনাতেও ধৃত রিয়াজ হুসেন আখতারির সঙ্গেও বিজেপির প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে । এমনকি জম্মুতে ধৃত লস্কর জঙ্গির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবিও রয়েছে ।” এদিন জম্মুতে ধৃত লস্কর জঙ্গির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি প্রকাশ করে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে তৃণমূল ৷ কুণাল ঘোষ এদিন দাবি করেন, “গভীর ষড়যন্ত্র করছে বিজেপি । আর্থিকভাবে দেশ যখন পিছিয়ে পড়েছে, মানুষের উপর চাপ বাড়ছে, কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থতা থেকে নজর ঘোরাতে ধর্মীয় হিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি । নূপুর শর্মার বিবৃতি নিয়ে সুপ্রিম কোর্ট কড়া মনোভাব নিয়েছে । উদয়পুরের ঘটনা অত্যন্ত আপত্তিকর । কিন্তু সেটিকে নূপুর শর্মাকে সমর্থন করার জন্যই এই হত্যা বলে প্রচার করা হল!” এদিন শশী পাঁজা বলেন, “উদয়পুরের খুনের পর যে ব্যক্তি ভিডিও তুলে ছড়িয়েছিলেন, তিনি বিজেপির কার্মকর্তা । তাঁর সঙ্গে বিজেপির যোগ নিয়ে আমরা নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলছি । বিজেপির সঙ্গে এখন জঙ্গিদের যোগাযোগও সামনে আসছে ।” উল্লেখ্য, সম্প্রতি জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার তুস্কান গ্রাম থেকে গ্রেফতার হয় দুই লস্কর-ই-তইবার জঙ্গি। ধৃতদের নাম ফয়জল আহমেদ ধর এবং তালিব হুসেন। তৃণমূলের দাবি, এই কুখ্যাত লস্কর জঙ্গি তালিব হুসেন বিজেপির সঙ্গে যুক্ত। এক সময়ে তালিব হুসেন বিজেপির আইটি সেলের প্রধান হিসেবে কাজ করতেন বলে দাবি করেন কুণাল। অন্যদিকে, উদয়পুরের হত্যাকাণ্ডে যে মূল অভিযুক্তের নাম উঠে এসেছে রিয়াজ আটারি, তাঁর সঙ্গেও পুদস্তুর যোগাযোগ পাওয়া যাচ্ছে বিজেপির। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই অভিযুক্তের ছবিও ফাঁস করেছে তৃণমূল।