মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশ ঘিরে তোলপাড় রাজ্য। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। সেই প্রেক্ষাপটে মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন জায়গায় ঘুরলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মঙ্গলবার রাতে বাসভবন থেকে বেরিয়ে প্রথমে রেড রোড় ও ধর্মতলার সংযোগস্থলে পৌঁছন তিনি৷ সেখানে সংশ্লিষ্ট থানা ও ট্রাফিক গার্ডের অফিসার ইন চার্জ সহ রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের থেকে সুরক্ষা সম্পর্কিত নানান তথ্য জানেন নগরপাল। এর পর একে একে ডরিনা ক্রসিং, মহাত্মা গান্ধি রোড় ক্রসিং, বিডন স্ট্রিট ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, রাজাবাজার ক্রসিং সহ একাধিক জায়গায় দাঁড়িয়ে রাতের নাকা চেকিংয়ে দায়িত্বে থাকা পুলিশ কর্মী ও থানার অফিসার ইন চার্জ, ট্রাফিক গার্ডের অফিসার ইন চার্জ, ডিভিশনাল ডেপুটি কমিশনারদের সঙ্গে কথা বলে বুঝে নেন রাতের নিরাপত্তার বিষয়টি। শহরের বিভিন্ন জায়গায় মধ্যে মূলত গুরুত্বপূর্ণ নাকা চেকিং পয়েন্টে দাঁড়িয়ে রাতের নজরদারির দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে মঙ্গলবার রাতে কথা বলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শহরের নাকা চেকিং পয়েন্ট ছাড়াও রাতে পুলিশ কমিশনার যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি চত্বর ও মহাকরণে। পুলিশ কমিশনার মধ্যরাতে মুখ্যমন্ত্রী বাড়ি চত্বরের রাতের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের কাছেও পৌঁছে যান মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ। এ পুলিশ কমিশনার ছাড়াও মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরের নিরাপত্তা দেখেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। প্রায় কুড়ি মিনিট মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরের নিরাপত্তা দেখে বেরিয়ে যান ডিজি ও সিপি। পুলিশ কমিশনার মহাকরণে গিয়েও রাতের নিরাপত্তা খতিয়ে দেখেন মঙ্গলবার। প্রসঙ্গত উল্লেখ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শনিবার রাতে এক যুবকের ঢুকে পড়ার ঘটনার তদন্তে কলকাতা পুলিশের তরফে সিট গঠন করা হয়েছে।