বিদেশ

বিমানে বিরাট গর্ত নিয়েই ১৪ ঘণ্টা ধরে উড়ছিল আকাশে, পাইলটের তৎপরতায় রক্ষা

বিমানে বিরাট গর্ত। আর সেটা নজরে পড়ল অবতরণের সময়। বিমানটি আকাশে ছিল টানা ১৪ ঘণ্টা। যাত্রীরা তো বটেই, বিমানের পাইলট থেকে বিমানকর্মী, গ্রাউন্ডস্টাফ সকলের চোখ ছানাবড়া। সকলের প্রশ্ন একটাই, এরকম একটি গর্ত নিয়ে একটা বিমান টানা ১৪ ঘণ্টা উড়ল কী করে। বিমানটি এমিরেটসের, যাবে দুবাই থেকে ব্রিসবেন। এক প্রত্যদর্শী জানিয়েছেন, বিমানটি ওড়ার ৪৫ মিনিট বাদে একটা শব্দ শোনেন। কানে তালা ধরিয়ে দেওয়ার মতো না হলেও শব্দের জোর ছিল। কিন্তু কী হয়েছে সেটা কারও পক্ষে বোঝা সম্ভব ছিল না। শব্দটি শুনতে পান পাইলট। শোনেন বিমানকর্মীরাও। সেই সময় বিমানযাত্রীদের খাবার দেওয়া হচ্ছিল। খাবার পরিবেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানকর্মী এবং বিমানসেবিকারা বোঝার চেষ্টা করেন ঠিক কী হয়েছে। তাদের মনে হয়েছিল বিমানের পাখা অথবা ডানার সঙ্গে পাখির ধাক্কা লেগেছে। সব যাত্রীদের নিরাপদে ব্রিসবেন বিমানবন্দর অবতরণ করাতে হবে। ব্রিসবেনের এটিসির সঙ্গে যোগাযোগ করে অনুরোধ জানায় জরুরী অবতরণের ব্যবস্থা করতে। ব্রিসবেন বিমানবন্দরে শুরু হয় হৈচৈ। দমকলবাহিনীর কয়েকটি ইউনিটকে প্রস্তত রাখা হয়েছিল। যদিও পাইলটের তৎপরতায় বড় ধরনের কোনও বিপদ ঘটেনি। সব যাত্রী নিরাপদে অবতরণ করেন। আর অবতরণের সময় তাদের চোখে পড়ে ওই গর্ত।