কলকাতা

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের জন্য দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলুন, রাজ্যপালকে বললো তৃণমূল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্লীল ভাষায় আক্রমণ করার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে৷ রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতির বিরুদ্ধে নালিশ জানায় তৃণমূল৷ ব্রাত্য বসু, কাকলি ঘোষদস্তিদারদের নেতৃত্বাধীন ৮ সদস্যের দলটি বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন৷ পরে তাঁরা জানান, রাজ্যপালের কাছে দিলীপ ঘোষের মন্তব্যের লিখিত অভিযোগ জানানো হয়েছে৷  দিনকয়েক আগে

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে বিজেপির বর্তমান অন্যতম সহসভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বলেন, তিনি বাংলার মেয়ে৷ গোয়ায় বলেন, উনি গোয়ার মেয়ে৷ কী হচ্ছে এসব৷ উনার বাবা-মায়ের কি ঠিকানা নেই? দিলীপের এই মন্তব্যের পরই সুর চড়ায় তৃণমূল৷ এদিন সেই প্রেক্ষিতে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানায় তৃণমূল৷ তাদের দাবি, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এই মন্তব্য অত্যন্ত নিম্নরুচির পরিচয়৷ এহেন মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে৷