জেলা

এবার হলদিয়া থেকে বাংলাদেশে জলপথে ন্যাপথা রপ্তানি শুরু

হলদিয়া বন্দর থেকে নদীপথে এই প্রথম ন্যাপথা রফতানি শুরু হল বাংলাদেশে। প্রায় ২০০০ টন ন্যাপথা নিয়ে ভারত-বাংলাদেশ প্রোটোকল রুটে রওনা দিয়েছে ওটি সাংহাই-৮ নামে একটি বার্জ। কম খরচে আমদানির সুবিধার জন্য আইওসি থেকে ন্যাপথা-সহ অন্যান্য পেট্রোপণ্য কিনে নদীপথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশের শিল্প সংস্থাগুলি। এর জন্য হলদিয়া বন্দর ও প্রোটোকল রুট ব্যবহৃত হবে। এতদিনে তার সূচনা হল বলে জানাচ্ছেন বন্দরের আধিকারিকরা। ভারতের প্রতিবেশী দেশগুলিতে চিনের নয়া আগ্রাসন নীতি ঠেকাতে ভারত-বাংলাদেশের এই মৈত্রী-বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে রাজ্যের শিল্পমহল। বন্দর ও আইওসি সূত্রে জানা গিয়েছে, হলদিয়ার আইওসি রিফাইনারি ১৮ কোটি টাকা মূল্যের ন্যাপথা রফতানি করছে বাংলাদেশের অ্যাকোয়া রিফাইনারিকে। ঢাকা থেকে ১৬ কিলোমিটার দূরে নরসিংডি জেলায় শীতলাক্ষ নদীর তীরে ২০ একর জমির উপর আমেরিকান প্রযুক্তিতে গড়ে উঠেছে ওই রিফাইনারি। ওই সংস্থাটি ন্যাচরাল গ্যাস ও ন্যাপথা থেকে প্রতিদিন প্রায় ৫০০০ ব্যারেল গ্যাসোলিন, ডিজেল-সহ অন্যান্য পেট্রপণ্য তৈরি করে।