জেলা

কমেছে শ্বাসকষ্ট, রিস্ক বন্ডে সই করে হাসপাতাল থেকে আদালতের পথে ছত্রধর

ছত্রধর মাহাত-র দুই ছেলের বিয়ে ছিল । এনআইএ আদালতে প্রমাণ হিসেবে কার্ড জমা দিয়ে প্যারোলে ছাড়া পেয়েছিলেন ছত্রধর মাহাত। আদালতের নির্দেশ ছিল শুক্রবার হাজিরা দেওয়ার। তবে শুক্রবার বুকে ব্যথা ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে ভর্তি করা হয়েছিল ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হসপিটালে। সেখান থেকে তাঁকে রেফার করা হয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রিস্ক বন্ডে সই করে এনআইএ আদালতের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন তিনি। হাসপাতাল থেকে বেরোলেন হুইল চেয়ারে চেপেই। বিয়ে ছিল দুই ছেলের। এনআইএ আদালতে প্রমাণ হিসেবে কার্ড জমা দিয়ে প্যারোলে ছাড়া পেয়েছিলেন ছত্রধর মাহাত। আদালতের নির্দেশ ছিল শুক্রবার হাজিরা দেওয়ার। তবে শুক্রবার বুকে ব্যথা ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে ভর্তি করা হয়েছিল ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হসপিটালে। সেখান থেকে তাঁকে রেফার করা হয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রিস্ক বন্ডে সই করে এনআইএ আদালতের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন তিনি। হাসপাতাল থেকে বেরোলেন হুইল চেয়ারে চেপেই।