তামিলনাড়ুর চেঙ্গালপট্টিতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১০ জন। শুক্রবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেঙ্গলপাট্টুতে। জানা গিয়েছে, এদিন চেঙ্গলপাট্টুতে লোহার তার বহনকারী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহি সরকারি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। সেই সময় বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। গুরুত্বর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন। সূত্রের খবর, এদিন সকালে ৫০ জন যাত্রী নিয়ে একটি সরকারি বাস চেন্নাই থেকে চিদাম্বরম যাচ্ছিল। বাসটি চেন্নাই-ত্রিচি জাতীয় সড়ক ধরে যাচ্ছিল এবং চেঙ্গলপাট্টু জেলার আচারপাক্কামের কাছে দুর্ঘটনাটি ঘটে। তাতেই প্রাণ হারান ৬ জন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সরকারি বাসটি সামনে থাকা একটি লরিকে ওভারটেক করার চেষ্টা করছিল। ওই লরিটি লোহার তারে বোঝাই ছিল। ওভারটেক করতে গিয়ে বাসটির সঙ্গে লরির ধাক্কা লেগে যায়। লোহার তারের আঘাতে বাসের বাম দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় বাসে থাকা ২ মহিলা সহ ৫ জন পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী।